অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরি ও সংরক্ষণ করা এবং লাইসেন্স না থাকার অপরাধে চুয়াডাঙ্গার জীবননগর বাজারের আরিফ ফুড প্রোডাক্টসের সত্বাধিকারী আব্দুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে বুধবার (১২ ফেব্রæয়ারী) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জীবননগরের ইসলামপুরে এ তদারকি পরিচালিত হয়।
চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, আব্দুল হান্নানের প্রতিষ্ঠান মেসার্স আরিফ ফুড প্রোডাক্টসে তদারকিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরি,অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও লাইসেন্স না থাকার বিষয়টি পরিলক্ষতি হয়। এই অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জারমানা করে দ্রæত লাইসেন্স গ্রহণের নির্দেশ দেয়া হয়।
পরবর্তীতে অন্যান্য মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মুল্যতালিকা প্রদর্শন ও কেনাবেচার ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
এ তদারকিতে ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগীতায় ছিলেন বলে তিনি জানান।